গাজীপুর প্রতিনিধি: জেলার মহানগরের কোনাবাড়ীতে সরকারি নির্দেশ উপেক্ষা করে বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার অভিযোগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় এক স্কুল পরিচালককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। শনিবার সকালে কোনাবাড়ীতে অক্সফোর্ড মডেল স্কুল, অরবিটাল এডু কেয়ার স্কুল ও জরুন ন্যাশনাল স্কুলে পরীক্ষা নেয়া হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসেস্ট্রট রাবেয়া পারভেজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ায় কোনাবাড়ি জরুন ন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ঐ স্কুলের শিক্ষিকা দুলালী বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে অরবিটাল এডু কেয়ার স্কুলের প্রধান শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা ও অক্সফোর্ড মডেল স্কুলের শিক্ষক লুৎফর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply