মাহবুব কবির ঃ করোনা মহামারীতে গত ৪/৫ মাসে ব্যবসা প্রতিষ্ঠান, বে-সরকারি চাকুরীজীবি, কিন্ডার গার্টেন, বাড়িওয়ালা সবাই সর্বশান্ত। আমার ঢাকার এক বন্ধু হোটেল ব্যবসায় জড়িত এবং একটি গার্মেন্টস এ দুপুরের খাবার সরবরাহ করতো। কিন্তু করোনার কারণে সেই অর্ডার বাতিল হওয়ায় তার অর্ধ কোটি টাকা লোকসান হয়েছে। কুমিল্লা শহরের আমার এক বন্ধু কেজি স্কুল করে মোটামুটি আর্থিক সচ্ছল ছিল। কিন্তু করোনায় স্কুল ভবন ভাড়া, শিক্ষকের বেতন ইত্যাদি নিয়ে দিশেহারা হয়ে ঘুরছেন। মন্ত্রণালয়ে আমার এক বন্ধু প্রশাসনিক কর্মকর্তা। সে জানায়, তার করোনা হয়েছে। এতে তার প্রায় ২০হাজার টাকা খরচ হয়েছে শুধু দুধ, ডিম, ফল খেয়ে। সে সরকার থেকে নাকি ভাল অংকের টাকা পাবেন। সরকারি চাকুরী করলে বন্যা, খরা, মহামারিতে অফিস খোলা থাক বা না থাক বেতন কিন্তু বন্ধ হয়না বরং স্বাভাবিকের চেয়ে আরো বেশী সুবিধা পাওয়া যায়। তাই সে আমাকে রহস্য করে বলল, ‘দোস্ত চাকুরী করলে সরকারি, ব্যবসা করলে তরকারী’। সে আরো যুক্তি দিল তরকারীর ব্যবসা করলে মানুষ যত অভাবে থাকুক তরকারী কমবেশী কিনবেই।
Leave a Reply