বরুড়া কণ্ঠ রিপোর্ট; বর্তমানে বরুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা কমে আসছে। প্রশাসনের আন্তরিকতা ও জরগণের সচেতনতার ফলে আমরা বরুড়াবাসী করোনার মরনছোবল থেকে অনেকটা রক্ষা পাচ্ছি। বরুড়া উপজেলা নির্বাহী অফিনার মো. আনিসুল ইসলাম ও বরুড়া থানা অফিসার ইনচার্জ সত্যজিৎ বরুড়া করোনামুক্ত রাখতে যেসব পদক্ষেপ নিয়েছিলেন বরুড়াবাসী তার সুফল ভোগ করেছে। তবে এখনও অনেকে অসচেতনতার কারণে আক্রান্ত হচ্ছে। অযথা দোকানে আড্ডা, ঘুরাঘুরি অব্যাহত রেখেছেন। নিজেকে নিজে সুরক্ষিত না রাখলে আইন করে তা মাননো সম্ভব না।
Leave a Reply