March 3, 2021, 2:13 am

বরুড়ায় তীব্র গ্যাস সংকট, গত কয়েক বছরেও সমাধান হয়নি

বরুড়া কণ্ঠ রিপোর্টঃ বরুড়ায় গত কয়েকবছর যাবৎ শীতকালে বাসাবাড়ি, হোটেল সব জায়গায় গ্যাসের সংকট ছিল। অধ্যাপক নূরুল ইসলাম মিলন সংসদ সদস্য থাকাকালীন আন্দোলনের ফলে বাখরাবাদ গ্যাস কোম্পানী তিনমাসের সময় নিয়েছিল সমস্যার সমাধান করতে। কিন্তু তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। গত ২০১৯ সালে নাগরিক কমিটির ব্যানারে সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে বরুড়াবাজার জিরো পয়েন্টে মানববন্ধন, প্রতিবাদ সভা করার পর বর্তমান সংসদ সদস্য নাছিমূল আলম চৌধুরী নজরুল আশ্বাস দিয়েছিলেন, অতিদ্রুত সমস্যার সমাধান করবেন। কিন্তু বর্তমানে অবস্থার আরো অবনতি হয়েছে। আগে শীতেকালে গ্যাস পাওয়া যেতনা, এখন গ্রীন্সকালেও থাকেনা। এই হলো বরুড়ার গ্যাসের উন্নতি। এখন ভোর ৬টা থেকে রাত ৯টা/ ১০টা পর্যন্ত গ্যাস থাকেনা। ফলে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার জুটেনা। অন্যদিকে বিল কিন্তু কম নিচ্ছেনা। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন বরুড়াবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

     এই ক্যাটাগরির আরো সংবাদ