নিজস্ব সংবাদদাতা ; বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুকুন্দপুর পশ্চিম পাড়া আরব আমিরাত প্রবাসী তরুণ উদ্যেক্তা মেহেদী হাসান মাছুমের গবাদিপশুর খামারে কে বা কারা বিষ প্রয়োগ করে পশু হত্যা করেছে। মানুষের শত্রুতা থাকতে পারে ভুল বুঝাবুঝি থাকতে পারে তাই বলে বোবা পশু হত্যা করে প্রতিশোধ নিতে হবে ?েএটা খুবই জঘস্য কাজ । বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মুকুন্দপুর সমাজে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিবর্গের আপনারা সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার করার প্রত্যাশা করছি।
Leave a Reply