Agaminews
Dr. Neem Hakim

গোয়ালন্দে তারুণ্যের পিঠা উৎসব


Ekattor News প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ২:০৩ অপরাহ্ন /
গোয়ালন্দে তারুণ্যের পিঠা উৎসব

প্রতিনিধি গোয়ালন্দ, (রাজবাড়ী):

রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা অধিদপ্তরের অফিসের সামনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে নারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি এসব পিঠার মধ্যে ছিলো বাহারি ধরনের পিঠা।  এছাড়াও পিঠার পাশাপাশি ঘি, পায়েশ ও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীও থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসবে যেখানে আমাদের বিভিন্ন ধরনের নারী উদ্যোক্তারা বিভিন্ন সময়ে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন। সেই ট্রেনিং এর প্রেক্ষিতে তারা আজকে যে সকল পিঠার সমাহার নিয়ে হাজির হয়েছেন সেটি দেখে আমার খুব ভালো লাগছে। পরবর্তীতে তাদের আরো প্রশিক্ষণের ব্যবস্থা করে ধারাবাহিকতা বজায় রাখা যায় সেটা আমরা চেস্টা করবো। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তারা স্টল পরিদর্শন করেন।

সাংস্কৃতিক বিভাগের আরো খবর

আরও খবর