
নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা
রাজধানীর ডেমরার ৬৬ নম্বর ওয়ার্ডের ডগাইর মেলার মাঠে আজ দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আয়োজিত হয় সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠান। বুধবার বিকেলে আলোকিত ডিজেবল স্বনির্ভর সোসাইটির উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ঢাকা–৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নবীউল্লাহ নবী।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নবীউল্লাহ নবী প্রায় পাঁচ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সাদা ছড়ি তুলে দেন।
মানবিক এই উদ্যোগ সম্পর্কে নবীউল্লাহ নবী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনমান উন্নয়ন শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। সহমর্মিতা ও সহযোগিতা আমাদের সমাজকে আরও মানবিক করে তোলে। তিনি ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস. এম. রেজা চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। সাদা ছড়ি পেয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা কৃতজ্ঞতা প্রকাশ করে।
আপনার মতামত লিখুন :