Agaminews
Dr. Neem Hakim

রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন শুরু


Ekattor News প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ২:১৩ অপরাহ্ন /
রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন শুরু

শাহিন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মডেল প্রেসক্লাবে শুরু হয়েছে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে সদস্যদের মাঝে বইতে থাকে নির্বাচনী উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।
জানা গেছে, আগামী পহেলা নভেম্বর সারাদিন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ঐদিন ক্লাবের সদস্যরা নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই প্রেসক্লাব চত্বরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমদাদুল হক।
শনিবার সন্ধ্যা ৬ এার সময় রাজশাহী মডেল প্রেস ক্লাবে মনোনয়ন ফরম উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব, দৈনিক সবুজ নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান। তার উপস্থিতিতে সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।
আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম আরও সামনের দিকে এগিয়ে যাবে বলেও জানান তিনি।