Agaminews
Dr. Neem Hakim

রাশিয়ার ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী ফাহিমকে যশোর পুলিশ সুপার সংবর্ধনা


Ekattor News প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন /
রাশিয়ার ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী ফাহিমকে যশোর পুলিশ সুপার সংবর্ধনা

মনা, যশোর প্রতিনিধি
সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশি দলের হয়ে স্বর্ণপদক জয় করেছে যশোর পুলিশ লাইনস সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও সিরিয়াস এডুকেশন সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডটি শুরু হয় ২১ সেপ্টেম্বর এবং সমাপ্ত হয় ২৭ সেপ্টেম্বর সিরিয়াস কনফারেন্স সেন্টারে। প্রতিযোগিতায় ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশি ছয় সদস্যের দল অংশ নেয়। বাংলাদেশি দলের হয়ে স্বর্ণপদক জয় করেছে যশোর পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম। আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান তাকে সংবর্ধনা দেন। পুলিশ সুপার মহোদয় বলেন, এটা যশোর পুলিশ লাইনস স্কুলের জন্য অনেক বড় অর্জন। তিনি বলেন অ্যাস্ট্রোনমি নিয়ে উচ্চতর পড়াশোনা করে দেশের কল্যাণে অবদান রাখবে। আর তার জ্ঞান স্কুলের সকল শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে বলেন যাতে করে স্কুলের অন্য শিক্ষার্থীরা ও দেশের জন্য অবদান রাখতে পারে। বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছো তোমার এই সাফল্য আগামী প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আরো অনুপ্রাণিত করবে। তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তার গবেষণায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, যশোর, পুলিশ লাইনস স্কুলের শিক্ষকমন্ডলী ও অন্যান্য অফিসারবৃন্দ।