Agaminews
Dr. Neem Hakim

সিলেটে চালু হলো অনলাইন জিডি সেবা


Ekattor News প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন /
সিলেটে চালু হলো অনলাইন জিডি সেবা

সিলেট প্রতিনিধি
জনসাধারণের জন্য পুলিশি সেবা আরও সহজ করতে সিলেট রেঞ্জের সব থানায় চালু হলো অনলাইন জিডি সুবিধা। রোববার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এবার ঘরে বসেই সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। এর আওতায় সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন ও চট্টগ্রাম রেঞ্জের থানাগুলোর পর সিলেট রেঞ্জের সব জেলায় চালু হলো পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা।

এর আগে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। তবে এখন থেকে সব ধরনের জিডি করা যাবে অনলাইনে, থানায় না গিয়েই।

অনলাইন জিডি করতে হলে, গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই যথেষ্ট। একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। সেবাটি ব্যবহারে কোনো সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মহানগর এলাকাতেও এ সেবা চালু করা হবে। “জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে এবং সহজে পুলিশি সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ,”—বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সিলেট বিভাগের আরো খবর

আরও খবর