Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে প্রাথমিকের পরীক্ষা বর্জন কর্মবিরতিতে শিক্ষকরা


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৯:৩২ অপরাহ্ন /
দুর্গাপুরে প্রাথমিকের পরীক্ষা বর্জন কর্মবিরতিতে শিক্ষকরা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তবে সারা দেশের মতো এখানেও সহকারী শিক্ষকগণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতিতে থাকায় পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে দুর্গাপুর পৌরএলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে দেখা যায়, সহকারী শিক্ষকগণ পরীক্ষা বর্জন করে কর্মবিরতিতে অবস্থান নিয়েছেন।

এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা এবং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শামসুন্নাহার বেগম পরীক্ষা পরিচালনা করেন।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজরিয়া ইয়াসমিন কাকন বলেন, আমরা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করছি। আমি ২০ বছর ধরে একই পদে একই স্কেলে চাকরি করছি। বেতন স্কেল উন্নীতকরণ, উচ্চতর গ্রেড ও পদোন্নতি এই তিনটির কোনটাই আমরা পাচ্ছিনা। আমাদের দাবি পূরণ হলেই পরীক্ষায় দায়িত্ব পালন শুরু করবো।

অভিভাবগণ বলছেন, আমরা বিদ্যালয়ে এসে দেখি শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন। সারা বছর পড়ালেখার পর পরীক্ষার সময় এমন পরিস্থিতি হবে এটা আমাদের কাম্য নয়। সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুক, এমন দাবি জানাচ্ছি আমরা।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামসুন্নাহার বেগম বলেন, সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন এটা তাদের যৌক্তিক দাবি। যে কারণে তারা কর্মবিরতি পালন করছেন। পরীক্ষার রুটিন পূর্বনির্ধারিত ছিল এবং আজ নির্ধারিত সময় অনুযায়ী কর্তৃপক্ষ এসে পরীক্ষা শুরু করেছেন। প্রধান শিক্ষক হিসেবে আমি এবং দপ্তরি মিলে পরীক্ষা স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছি।

এ নিয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা বলেন, বিদ্যালয়ে এসে দেখি অভিভাবগণ অসন্তোষ প্রকাশ করছেন। প্রধান শিক্ষকের সহযোগিতায় পরীক্ষা শুরু করি। আমাদের উপজেলায় ১২৬টি বিদ্যালয় রয়েছে যার মধ্যে বেশিরভাগেই সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন, তারা আমাদের সহযোগিতা করছেন না। তারপরও আমরা উপস্থিত হয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছি।