Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন /
দুর্গাপুরে  বীর মুক্তিযোদ্ধা  ফজলুল হক (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা) :

নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বিকালে ২নং দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া ঈদগাঁ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সুত্রে জানা গেছে, শনিবার রাত ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের বুকে প্রচন্ড ব্যথা অনুভব হলে, দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে রবিবার বিকেল নলুয়াপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময়, সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, দুর্গাপুর থানার পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, ওয়াহেদ আলী, মো. সিরাজুল হক, ওয়াজেদ আলী বিশ্বাস, মো. আবুল কালাম, আব্দুল আজিজ এছাড়া অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে বিদ্যুৎ সরকার, সাখাওয়াত হোসেন সজিব, বিকাশ সরকার, শাওন হাসান উপস্থিত ছিলেন।