Agaminews
Dr. Neem Hakim

ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে দোকান শাটডাউন, কিশোরগঞ্জে ব্যবসায়ীদের বিক্ষোভ প্রদর্শন ও ডিসিকে স্মারকলিপি প্রদান


Ekattor News প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন /
ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে দোকান শাটডাউন, কিশোরগঞ্জে ব্যবসায়ীদের বিক্ষোভ প্রদর্শন ও ডিসিকে স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:

জেলা শহরের রথখোলা ও গৌরাঙ্গবাজার এলাকায় ফুটপাত দখলকে কেন্দ্র করে হকারদের দ্বারা এক ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আজ (৩০ নভেম্বর) রবিবার সকাল থেকে সকল দোকানপাট বন্ধ রেখে শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দোকান মালিক ও কর্মচারীরা। একই সঙ্গে হকার উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। এ সময় রাস্তায় ক্রিকেট খেলতে দেখা যায় দোকান মালিক ও কর্মচারীদের।

জানা গেছে, শহরের ঈশাখাঁ রোড সংলগ্ন রথখোলা, গৌরাঙ্গবাজার ও তেরিপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাতে হকারদের দোকান বসানো নিয়ে উত্তেজনা চলে আসছিল। এর জেরে শনিবার (৩০ নভেম্বর) রাত প্রায় ৯টার দিকে হকার ও ব্যবসায়ীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে গড়ায়। দোকান মালিকদের অভিযোগ, বাইরের ভাড়াটে লোক এনে তাদের ওপর হামলা করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার প্রতিবাদে আজ রবিবার সকাল থেকে রথখোলা, গৌরাঙ্গবাজার ও তেরিপট্টি এলাকার সকল দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে দুপুরের দিকে দোকান মালিক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঈশাখাঁ সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ডিসির কাছে স্মারকলিপি প্রদান করেন।

ব্যবসায়ীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের বিচার দাবি করে গণমাধ্যমে বলেন, যতক্ষণ পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোন উদ্যোগ গ্রহণ না করবে ততদিন ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তারা ফুটপাত মুক্ত করে বাজার এলাকায় স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার ওপর জোর দাবি জানিয়েছেন।