Agaminews
Dr. Neem Hakim

শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত


Ekattor News প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন /
শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আলম খান, নরসিংদী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শিবপুরে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। গত ৩০ নভেম্বর বিকাল ৩টায় শিবপুর কলেজ গেইটে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। দোয়া মাহফিলে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশের কল্যাণ কামনা করে বলেন, অসুস্থতার অন্ধকারের ওপারে সুস্থতার ভোর যেন শিগগিরই তার কাছে ফিরে আসে।

আয়োজকরা জানান, শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ নিয়মিতভাবে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখবে।