Agaminews
Dr. Neem Hakim

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় ‘শেরেবাংলা আইকনিক অ্যাওয়ার্ড’ পেলেন মনোয়ার হোসেন


Ekattor News প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৫, ৮:৪২ অপরাহ্ন /
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় ‘শেরেবাংলা আইকনিক  অ্যাওয়ার্ড’ পেলেন মনোয়ার হোসেন

বিজনেস ফাইল প্রতিবেদক
দক্ষ সংগঠক, সমাজসেবক ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখায় ‘শেরেবাংলা আইকনিক অ্যাওয়ার্ড’ পেলেন ‘চেতনায় বাংলাদেশ’ সংগঠনের সভাপতি ও আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনোয়ার হাসান জীবন।

সম্প্রতি রাজধানীর বিজয়নগরস্থ হোটেল অরনেটে কেএসপি সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা ও সফল পরিচালক কাজী হায়াৎ।
উল্লেখ্য, মোহাম্মদ মনোয়ার হাসান জীবন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছোটবেলা থেকেই। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য যথেষ্ট কাজ করেছেন মানবিক দিক থেকে। অসংখ্য নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছেন করে তুলেছেন স্বাবলম্বী, সেলাই মেশিন দিয়ে ও খামারী বানিয়ে। পিছিয়ে থাকা শিশুদেরকে বিভিন্ন তার নিজ খরচে ভর্তি করে দিয়েছেন বিভিন্ন পাঠশালায়। পুরুষদেরকে দিয়েছেন রিকশা, অটোরিকশা, সিএনজি, বিভিন্ন মিল ফ্যাক্টরি কারখানায় চাকরি করার সুযোগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দিয়েছেন গার্ডের চাকরির ব্যবস্থা করে। এছাড়াও তিনি মাদকের বিরুদ্ধে ‘চেতনায় বাংলাদেশ’ সংগঠনের পক্ষ থেকে যথেষ্ট ভূমিকা রেখেছেন। মাদক সেবীদেরকে আলোর পথ দেখিয়েছেন। এজন্য তিনি প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন। গরু, ছাগল, হাঁস মুরগি, মৎস্য খামার করে বেশ কিছু বেকারের কর্মসংস্থান করেছেন।
তার গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে বেশ কতগুলো খেলার মাঠ নিজ খরচে উন্নয়ন করেছেন, অসংখ্য মসজিদ, মাদ্রাসা এতিমখানা ঈদগাহ রয়েছে তার উন্নয়নের ছোঁয়া ব্যক্তিগতভাবে। বহু বৃদ্ধাশ্রমে নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে সহযোগিতা করে থাকেন। হতদরিদ্র পিতা মাতার অসংখ্য কন্যাদেরকে পাত্রস্থ করেছে।