Agaminews
Dr. Neem Hakim

নরসিংদীতে ভূমিকম্পে নারী পুরুষসহ অর্ধশতাধিক আহত


Ekattor News প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন /
নরসিংদীতে ভূমিকম্পে নারী পুরুষসহ অর্ধশতাধিক আহত

একাত্তর নিউজ ডেস্ক:

নরসিংদীতে তীব্র ভূমিকম্পে অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নরসিংদীতে ভূমিকম্প অনুভব হয়। এসময় পুরো শহর কেপে উঠে। মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। নরসিংদী শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছে। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া জেলার ছয়টি উপজেলায় ভূমিকম্পে কমবেশি ক্ষতি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল হিসেবে নরসিংদীকে চিহ্নিত করা হয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির বলেন, ভূমিকম্পে আহত হয়ে প্রায় অর্ধশতাধিক নারী পুরুষ চিকিৎসা নিয়েছে। এখন ও হাসপাতালে চিকিৎসা নিতে আহতরা আসছে।