তরুণদের সঙ্গে নিয়ে কাজ করলে আলোকিত বাংলাদেশ গড়া সম্ভব: খান আকতারুজ্জামান

Ekattor News: July 4, 2025

তরুণদের সঙ্গে নিয়ে কাজ করলে আলোকিত বাংলাদেশ গড়া সম্ভব: খান আকতারুজ্জামান বিজনেস ফাইল প্রতিবেদক তরুণদের নিয়ে একসঙ্গে কাজ করার মধ্যদিয়েই একটি মূল্যবোধনির্ভর, দক্ষ ও আলোকিত ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট, বাংলা একাডেমি আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের সদস্য ও বৃহত্তর খুলনা সমিতি দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। আজ ৪ জুলাই ২০২৫, (শুক্রবার) রাজধানীর কাকরাইলস্থ স্কাউট ভবনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খান আকতারুজ্জামান এমজেএফ বক্তব্য বলেন, “বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন। ৪৭ বছরের পুরনো এই সংগঠনের মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে দেশের শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, মানবতা ও দেশপ্রেমের বীজ বপন করে চলেছি। আমি বিশ্বাস করি, স্কাউটিং-এর আদর্শে গড়ে ওঠা প্রজন্মই আগামী দিনে সমাজের নেতৃত্ব দেবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের নতুন শিখরে। এই ধরনের আয়োজন আমাদের বন্ধন আরও দৃঢ় করে এবং তরুণদের অনুপ্রেরণা যোগায়—নিজেকে মানুষের কল্যাণে নিবেদিত করার জন্য।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম শামস এ খান। সাধারণ সম্পাদক মুকুল আনেয়ার এর সার্বিক তত্ত্বাবধানে এবং প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম ওয়াহেদ রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেজবাহউদ্দিন জনি এবং ইঞ্জিনিয়ার মো আনোয়ার হোসেন, যিনি বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের আজীবন সদস্য হিসেবে সুপরিচিত। অনুষ্ঠানে অতিথিরা স্কাউটিং আন্দোলনের অবদান, ভবিষ্যৎ পরিকল্পনা ও মানবিক মূল্যবোধে প্রশিক্ষিত একটি প্রজন্ম গড়ার প্রত্যয়ে আলোচনা করেন। পরিশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও মিলন ভোজের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়।

প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।

নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।

যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।

ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।

অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com