এইচএসসির স্থগিত দুটি পরীক্ষা একইদিনে হবে: শিক্ষা উপদেষ্টা

Ekattor News: July 23, 2025

এইচএসসির স্থগিত দুটি পরীক্ষা একইদিনে হবে: শিক্ষা উপদেষ্টা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুটি পরীক্ষা সুবিধাজনক তারিখে সকালে ও বিকেলে একদিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আজ (বুধবার, ২৩ জুলাই) শিক্ষা উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি ছিল না।’ শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এইচএসসি ও সমমানের ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একইদিন বিকেলে অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘তবে কোনদিন এই দুটি পরীক্ষা নেয়া হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। দুটি পরীক্ষা কবে নেয়া হবে তা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।’ প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার দিবাগত রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে এইচএসসি ও সমমানের গতকালকের (২২ জুলাই) পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। পরে গতকাল বিকেলে শিক্ষা উপদেষ্টা ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত রাখার কথা জানান।

প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।

নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।

যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।

ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।

অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com