কবিতা ও ফুল
Ekattor News: September 7, 2025
নিপু মল্লিক
কবিতা ও ফুল সুন্দর নির্ভুল, নদী ও নারী আনন্দে মশগুল, প্রকৃতি ও পাহাড়-পর্বত- সমুদ্র মানুষের অধিকারের টিকচিহ্ন। মানুষ মানুষের জন্য ভালবাসা ও মানুষের জন্য সৃষ্টি সৃজনশীল কাজ করিয়া হতে পারা যায় সুপ্রতিষ্ঠ ধন্য, যারা করে অসৎ কাজ তারা সারা বিশ্বে অতিব নগন্য। সবাইকে হতে হবে সত্য সুন্দরের পূজারী দিগন্ত করতে উজ্জ্বল সত্য সুন্দর কাজ কর্ম করে সদা নিজেকে রাখতে হবে সচল।প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।
নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।
যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।
ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।
অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com
