সুবচনে ধরেছে পচন
Ekattor News: September 6, 2025
জাহিদুল কবির আজাদ
সুবচনে ধরেছে পচন ভেবে দিশেহারা কোন পথ ধরি কোন পথে যাই পাইনা কুল কিনারা (আমি)। জ্ঞানী গুণীর কথা এখন কয়জনে বা শোনে সত্য বল সোজা পথে চল কার কথা কে মানে চরণ তোমার চলেরে মন-কুপথে আগবাড়া। কর্মে ফাঁকি ধর্মে ফাঁকি ফাঁকি তোমার সবখানে ওরে পরের জায়গা পরেরই ধন করলি চুরি গোপনে তোমার সুবচন ধরে না মনে-হইছে মতিহারা ঘুষ দুর্নীতি আর রাহাজানি সারাজীবন কু-কারবার ভাবলি না রে মন তুই একবার কিভাবে যে হবা পার ওরে দুইজনা তোর চৌদিকেতে-দেয় যে পাহারা (কোনপথ ধর কোনপথে যাও পাওনা কুল কিনারা-তুমি মনরে)।প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।
নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।
যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।
ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।
অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com
