বন্যায় তলিয়ে গেল ওয়েলস ও ইংল্যান্ডের শহর, নিহত তিন, আহত অসংখ্য

Ekattor News: November 16, 2025

বন্যায় তলিয়ে গেল ওয়েলস ও ইংল্যান্ডের শহর, নিহত তিন, আহত অসংখ্য বিজনেস ফাইল ডেস্ক ঝড় ক্লাদিয়ার তাণ্ডবে পর্তুগালে তিনজন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, ঝড়টি কয়েকদিন ধরে পর্তুগাল ও স্পেনের কিছু অংশে তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি করেছে এবং শনিবার ওয়েলস ও ইংল্যান্ডে পৌঁছেছে। উদ্ধারকারীরা বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনের তাগুস নদীর অপর পাড়ে ফেয়াঁউ ফেয়রু এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি বাড়ি থেকে বৃদ্ধ এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেন। জরুরি পরিষেবা জানিয়েছে, রাতে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় তারা সম্ভবত ঘুমিয়ে ছিলেন এবং নিজেদের রক্ষা করতে পারেননি। হেবরনের ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ, কারফিউ জারি পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলবুফেইরাতে একটি টর্নেডো আঘাত হানে। এতে এক ক্যাম্পিং এলাকায় ৮৫ বছর বয়সী ব্রিটিশ নারী নিহত হন। আঞ্চলিক বেসামরিক সুরক্ষা কমান্ডার ভিতোর ভাশ পিন্টো জানিয়েছেন, নিকটবর্তী একটি হোটেলে ২৮ জন আহত হয়েছেন, যার মধ্যে দুইজনের আঘাত গুরুতর। পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলু হ্যাবেলু দ্য সুজা নিহতদের পরিবারের প্রতি শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আবহাওয়া পরিষেবা APMA দক্ষিণাঞ্চলীয় পর্যটন এলাকা আলগার্ভ, জেঝা ও সইটুবাল জেলায় দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, অ্যাম্বার অ্যালার্ট জারি করেছে। ঝড়ের প্রভাবে যুক্তরাজ্যের ওয়েলস ও ইংল্যান্ডে ভারি বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। ব্রিটেনের ওয়েলসের মনমাউথ ও আশপাশের এলাকায় ব্যাপক বন্যা দেখা দেয়। সাউথ ওয়েলসের দমকল পরিষেবা উদ্ধার অভিযান চালাচ্ছে, লোকজনকে সরিয়ে নিচ্ছে ও নিরাপত্তা যাচাই করছে। ওয়েলস সরকারের মুখপাত্র জানিয়েছেন, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ড্রোন ভিডিওতে দেখা গেছে, মনমাউথে নদীর পানি উপচে শহরের কেন্দ্রস্থল ও আবাসিক এলাকা তলিয়ে গেছে। নেচার রিসোর্সেস ওয়েলস ১১টি পূর্ব সতর্কতা জারি করেছে, এর মধ্যে চারটি গুরুতর। ইংল্যান্ডে ৪৯টি সক্রিয়া পূর্ব সতর্কতা এবং ১৩৪টি বন্যাজনিত বিপদসংকেত জারি করা হয়েছে।

প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।

নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।

যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।

ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।

অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com