নারায়ণগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদন্ড
Ekattor News: November 20, 2025
নারায়ণগঞ্জ সদর থানার দায়েরকৃত মাদক মামলায় আব্দুল জলিল (৩৫) নামে এক মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আব্দুল জলিল (৩৫) শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. মহিউদ্দিন সরদারের ছেলে। তবে রায় ঘোষণার সময়ে সে পলাতক ছিলো।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২৪ সালের ৪ মার্চ নারায়ণগঞ্জের বঙ্গববন্ধু সড়কের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে অবস্থানকালে আ. জলিলকে ব্যাব-১১ গ্রেপ্তার করে। এসময় তাকে তল্লাশী চালিয়ে ৩৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে আ. জলিলকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তিনি ফেন্সিডিল কেনাবেচা করতো। পরে এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।
নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।
যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।
ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।
অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com
