সাঁথিয়ায় কৃষকের বসতঘর আগুনে পুড়ে ভস্মিভূত, ১০লাখ টাকার ক্ষতি
Ekattor News: December 1, 2025
একাত্তর নিউজ ডেক্স:
পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে।গতকাল রোববার(৩০নভেম্বর)দিবাগত রাত ৩টার দিকে সাঁথিয়া পৌরসভাধীন কালাইচাড়া গ্রামের আবু ইউসুফ মোল্লার ছেলে সমির উদ্দিন মোল্লার বসতঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক কৃষক সমির উদ্দিন মোল্লা দাবী করেন।
বাড়ির মালিক সমির উদ্দিন মোল্লা জানান,রাতে খাওয়া শেষে ঘুমানোর পর রাত ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই।ঘুম থেকে উঠে দেখি ঘরে আগুন ধরে গেছে।সাঁথিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বসতঘরসহ দুটি ঘর এবং ঘরে রক্ষিত ধান,পাট,চাল,পেঁয়াজ,গম,হাঁস মুরগি,ছাগল,নগদ টাকা ও আসবাবপত্র পুরে সব ভস্মিভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাড়ির মালিক সমির উদ্দিন মোল্লা বলেন,আগুনে আমার দুটি টিনের ঘর ও মালামালসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে আমি নিঃশ্ব হয়ে গেলাম।বিত্তবান ও সরকারি সহযোগিতা কামনা করছি।সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে পরিবার নিয়ে বাঁচতাম ও মাথা গোজার ঠাঁই হতো।
সাঁথিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত)দাসুদেব সরকার জানান,আগ্নিকান্ডের খবর পেয়ে আমরা রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও পৌর প্রশাসক আসিফ রায়হান বলেন,ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কোন ধরণের দুর্ঘটনায় পৌরসভা সব সময় সবার পাশে থাকবে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন,‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগুনে বাড়ি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।উপজেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।’ প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।
নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।
যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।
ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।
অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com
