দুর্গাপুরে দরিদ্র কৃষকদের নিয়ে দুইদিনব্যাপি কৃষি প্রশিক্ষণ সমাপ্ত

Ekattor News: December 2, 2025

দুর্গাপুরে  দরিদ্র কৃষকদের নিয়ে দুইদিনব্যাপি কৃষি প্রশিক্ষণ সমাপ্ত নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত ও পারি নিরাপদ (এগ্রিকালচার ও লাইভলিহুড) প্রকল্পের আয়োজনে স্থানীয় দরিদ্র কৃষকদের দুইদিনব্যাপি এসআরআই পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষন সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকালে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়। এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলার গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নের অসহায় এবং অতিদরিদ্র ২৫ জন কৃষক-কৃষানীর মাঝে এসআরআই পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে ওই কৃষক-কৃষানীর মাঝে ধান বীজ, কেঁচো সার, এ.ডব্লিউ.বি পাইপ ও সার বিতরণ করা হয়। এই প্রশিক্ষণের মুল লক্ষ্য ছিলো, আধুনিক উপায়ে কম খরচে অধিক কৃষি উৎপাদন বৃদ্ধি করা। কৃষক আহাম্মদ আলী বলেন, দুর্গাপুর উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হচ্ছে গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া। আমি একজন দরিদ্র কৃষক হিসেবে আধুনিক উপায়ে এবং কম খরচে অধিক কৃষি উৎপাদন বিষয়ে দুইদিন ব্যাপি যে প্রশিক্ষণ পেয়েছি এতে আমাদের অনেকেরই কাজে আসবে। ধন্যবাদ জানাই পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কে আমাদের মতো দরিদ্র কৃষকদের প্রশিক্ষণ দেয়ার জন্য। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিপন সাহা বলেন, কানাডিয়ান ফুডগ্রেইনস ব্যাংক এন্ড ওয়ার্ল্ড রিনিউ, ইউএসএ ও কানাডার অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, সরকারী বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে দীর্ঘদিন যাবত এই উপজেলার গাঁওকান্দিয়া এবং কাকৈরগড়া ইউনিয়নের দরিদ্র ও অতিদরিদ্র শ্রেনির মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই পারি ডেভেলপমেন্ট কে। দুইদিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিপন সাহা, পারি এর নিরাপদ প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রিন্স কোড়াইয়া, প্রকল্প ম্যানেজার কমল পাল, প্রকল্পের কৃষি কর্মকর্তা আলী আকবর রুপো সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।

নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।

যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।

ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।

অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com