‘প্রতিবন্ধীদের বোঝা নয়, সম্পদ হিসেবে গড়তে হবে’

Ekattor News: December 3, 2025

‘প্রতিবন্ধীদের বোঝা নয়, সম্পদ হিসেবে গড়তে হবে’ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ: প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদেরকে পরিবারের বোঝা মনে না করে অধিক মায়া মমতায় যত্ন নিয়ে শিক্ষিত ও কর্মক্রম ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হবে। তাদেরকে সমাজের মূলস্রোত ধারায় নিয়ে আসতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে নানামুখী ভূমিকা পালন করতে হবে। আজ (৩ ডিসেম্বর) বুধবার দুপুরে কিশোরগঞ্জে সফল প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এক ব্যতিক্রমি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জেলার হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নে আনন্দঘন পরিবেশে প্রতিবন্ধী ব্যক্তিদের এই ব্যক্তিক্রমি সফলতা অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা (ডিএসক) পিপিইপিপি-ইউ প্রকল্প।ডিএসকের উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী শহিদুজ্জামান ভুঞার সভাপতিত্বে প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন মিঠামইন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল দেবনাথ, বিশিষ্ট সমাজকর্মী জিয়া উদ্দিন মোঃ শেরশাহ, স্থানীয় ইউপি সদস্য তফসির মিয়া, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ইউপি সদস্য আজমত উল্লাহ, সংরক্ষিত নারী ইউপি সদস্য কবিতা রাণী সুত্রধর প্রমুখ। এ সময় ঢাকী ইউনিয়নের সকল প্রতিবন্ধী সদস্য, পিভিসির সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ডিএসকের পিপিইপিপি-ইইউ প্রকলেপর টিও, এটিও, সিএনএইচপিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পের টেকনিক্যাল অফিসার সিএম মোঃ আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে তিনজন সফল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রায়হান নেছার ও আকতার নামে দুইজন সফল প্রতিবন্ধী তাদের সফলতার গল্পের কাহিনী তুলে ধরেন। আয়োজকরা জানায়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিশেষ করে অবহেলিত প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে ডিএসকের পিপিইপিপি-ইউ প্রকল্প দীর্ঘদিন ধরে হাওড়াঞ্চলে কাজ করে যাচ্ছে।  

প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।

নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।

যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।

ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।

অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com