রায়পুরায় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া

Ekattor News: December 3, 2025

রায়পুরায় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা অডিটরিয়াম মাঠে বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের উপস্থিতিতে মাহফিল স্থলজুড়ে ছিল শান্তিপূর্ণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহ সভাপতি ফাইজুর রহমান,সহ কোষাধ্যক্ষ কুদ্দুস মিয়া,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,দপ্তর সম্পাদক মো: ফরিদ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মাহফিলের শুরুতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, বেগম জিয়া আজীবন দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্যও সমান গুরুত্বপূর্ণ। নেতৃবৃন্দ আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে দলীয় ঐক্য ও সচেতনতা বজায় রাখতে হবে। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।

নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।

যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।

ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।

অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com