শিবপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Ekattor News: December 3, 2025

শিবপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আলম খান, নরসিংদী  :শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক হৃদয়স্পর্শী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বাদ আছর, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠ-সংলগ্ন খোলা মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে নানা বয়সের মানুষ দোয়ার হাত তুলেছিলেন আকাশের দিকে। আকাশে ধীরে ধীরে নেমে আসা সন্ধ্যার আলো যেন মিলেমিশে গিয়েছিল মানুষের হৃদয়ের প্রার্থনায়— “হে মহান আল্লাহ, আমাদের নেত্রীকে সুস্থতা দান করুন।” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল হারিস রিকাবদার (কালা মিয়া)। তিনি তাঁর বক্তব্যে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির প্রতি অবিরাম দায়বদ্ধতার প্রতীক। তাঁর সুস্থতা আমাদের সবার প্রার্থনা। আসুন, আমরা সবাই আন্তরিকভাবে তাঁর জন্য দোয়া করি, যেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।” প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু মোল্লা। তিনি বলেন,তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের রাজনৈতিক অভিভাবক। তাঁর সুস্থতা শুধু দলের নয়, দেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য। তাই প্রতি মুহূর্তে তাঁর জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান,বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজের সাবেক ভিপি তরুণ মৃধা,শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা,আইয়ুব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের (সভাপতিত্ব)।এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।দোয়া ও মিলাদ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘ জীবন এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যার নরম আলোতে ভেসে আসে মানুষের সমবেত উচ্চারণ আল্লাহ তুমি দয়ালু, আমাদের নেত্রীকে সুস্থতা দাও।

প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।

নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।

যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।

ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।

অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com