ডেমরায় সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

Ekattor News: December 3, 2025

ডেমরায় সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা । রাজধানীর ডেমরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ধারালো অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে হাজী বাদশা মিয়া রোডের রফিকুল ইসলাম স্কুল সংলগ্ন বসতবাড়ি এলাকায় নবম পদাতিক ডিভিশনের অধীন সাভার সেনানিবাসের ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (মেক)-এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। বুধবার গ্রেফতারকৃতদের ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরে একই দিন বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলো- রিজন ইসলাম, মুশফিকুর রহমান অনন্ত, মো. নাঈম আলম, মো. শামীম, মোহাম্মদ ওয়াস্তি, মো. সোলেমান মিয়া, মো. ফাহাদ, কাউসার ও মো. রোমান। অভিযান চলাকালে সেনাবাহিনী ১১টি ধারালো দেশীয় অস্ত্র, ৫০০ গ্রাম গাঁজা ও প্রায় ১০ হাজার টাকা উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল ও বিভিন্ন ধরনের চাকু। সংবাদ সম্মেলনে অভিযানের নেতৃত্বদানকারী লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, আমাদের মূল কাজ দায়িত্বপূর্ণ এলাকা সম্পূর্ণ পরিষ্কার রাখা। নিজস্ব ইন্টেলিজেন্সের পাশাপাশি ড্রোনের মাধ্যমে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করে আমরা এই অভিযান চালিয়েছি। এলাকার ভৌগোলিক অবস্থার কারণে গাড়ি নিয়ে অভিযান করা কঠিন হলেও আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, কিশোর গ্যাং দৌরাত্ম্য বন্ধে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এলাকায় কেউ অপরাধমূলক কার্যক্রম দেখলে নিকটস্থ সেনাক্যাম্পে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যার সমাধান সম্ভব।  

প্রধান সম্পাদক : মো রফিকুল ইসলাম ।

নির্বাহী সম্পাদক : মো খলিলুর রহমান।

যুগ্ম বার্তা সম্পাদক : মো মনসুর আহমেদ।

ব্যবস্থাপনা সম্পাদক : মো শরিফ ভূইয়া।

অফিস: মোতালেব ম্যনশন, ২ আর কে মিশন রোড, ঢাকা।
ই-মেইল: ekattornews98@gmail.com