
নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী) :
নরসিংদীর রায়পুরা উপজেলার নুরপুর বিরামপুর দারুল হামদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও রায়পুরা-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। মাহফিলে বক্তৃতাকালে তিনি সাম্প্রতিক সময়ে রায়পুরায় ঘটে যাওয়া ধারাবাহিক দু’টি হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আর কতটা প্রাণহানি হলে প্রশাসনের টনক নড়বে?”
তিনি অভিযোগ করে বলেন, গত চার দিনে উপজেলার আমিরগঞ্জ এলাকায় এক মাদরাসা শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং বাঁশগাড়ি এলাকায় একজন জুয়েলারি ব্যবসায়ীকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। তিনি দ্রুত এসব ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
মাহফিল শেষে নিহতদের আত্মার মাগফিরাত ও এলাকার শান্তি-শৃঙ্খলা কামনায় মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :