Agaminews
Dr. Neem Hakim

কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজে পাঠ সমাপনী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত


Ekattor News প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৭:২০ অপরাহ্ন /
কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজে পাঠ সমাপনী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজের পাঠ সমাপনী ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ ছাত্রছাত্রী ও অভিভাবক ও সম্মানিত অতিথিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  আজ রবিবার সকাল ১১ টায় কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে নানা রকমের বর্ণিল সাজে সজ্জিত পরিবেশে অধ্যক্ষ রাসেল সরকারের সভাপতিত্বে পাঠ সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া মডেল  স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি ও কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য – ১ বেলায়েত হোসেন শামীম।  কো-অর্ডিনেটর  রাহুল রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  উপাধ্যক্ষ মোঃ ইমরান খান, ট্রেজারার রোমেল মাহমুদ রোমান প্রমুখ। সকাল থেকেই  ছাত্রছাত্রীদেরকে নানা রকম বর্ণিল সাজে সুসজ্জিত হয়ে স্কুলে এসে আনন্দগণ পরিবেশে মেতে উঠতে দেখা যায়।‌ পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য মধ্য দিয়ে শুরু হয়ে ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে দিন ব্যপী চলে গান, কবিতা নাটক ও নৃত্যানুষ্ঠান। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও পুরোদিন উজ্জীবিত থেকে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।

সাংস্কৃতিক বিভাগের আরো খবর

আরও খবর