Agaminews
Dr. Neem Hakim

ঝুঁকিপূর্ণ ভবনেও থেমে নেই চিকিৎসা ,টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের করুণ চিত্র


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন /
ঝুঁকিপূর্ণ ভবনেও থেমে নেই চিকিৎসা ,টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের করুণ চিত্র

একাত্তর নিউজ ডেক্স:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দেয়াল, সিলিং ও করিডোরের বিভিন্ন স্থানে থাকা এসব ফাটল দিনদিন আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মচারী ও সেবা নিতে আসা রোগীরা। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ ভবনের নাজুক অবস্থার কারণে তারা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন। অনেকেই চিকিৎসা নেওয়ার সময় ভবন ধসে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে মহিলা ওয়ার্ড, জরুরি বিভাগ এবং বহির্বিভাগে থাকা ফাটল আরও দৃশ্যমান হওয়ায় রোগীদের উদ্বেগ বেড়েছে।
হাসপাতালের একাধিক কর্মকর্তা জানান, ভবনের বয়স বেশি হওয়ায় নিয়মিত মেরামতের প্রয়োজন রয়েছে। কিন্তু পর্যাপ্ত সংস্কার না হওয়ায় পুরো ভবনটি ভগ্নদশায় পরিণত হয়েছে। এর মধ্যেই চিকিৎসা কার্যক্রম চালু রাখায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। দ্রুত সংস্কার না হলে সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক বলেন, “ভবন ও কোয়ার্টারগুলো খুবই ঝুঁকিপূর্ণ। আমি ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত ভবনের সংস্কার কাজ শুরু হবে।”