Agaminews
Dr. Neem Hakim

‘তিনি শুধু একজন শিক্ষক নন—তিনি এই দেশের সত্যিকারের বীর’


Ekattor News প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন /
‘তিনি শুধু একজন শিক্ষক নন—তিনি এই দেশের সত্যিকারের বীর’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। এ নিয়ে শিল্পী থেকে শুরু করে রাজনীতিবীদ, সাংবাদিকসহ সবাই এ ঘটনায় শোক জানান।

বুধবার (২৩ জুলাই) এ নিয়ে সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী শোক প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পড়শী লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দেন।’

তিনি আরও লিখেন, দেশের প্রতি যখনই হতাশা ভর করে, তখন মাহরীন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন—এই দেশ এখনো বেঁচে আছে। আগুন আর আতঙ্কের মধ্যে নিজের কথা না ভেবে শিশুদের আগে বাঁচাতে ছুটে যাওয়া এই শিক্ষিকা শুধু একজন শিক্ষক নন—তিনি এই দেশের সত্যিকারের বীর। আল্লাহ্‌ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে মো. সোহেল মিয়া লিখেছেন, ‘আল্লাহ যেন উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।’

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।