
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকালে নানা আয়োজনে এদিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’’ এই প্রতিপাদ্যে ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, কারিতাস প্রতিনিধি পলিসন রাংসা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। সমাজে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্থসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করতে সকলকে আহবান জানানো হয়।
আপনার মতামত লিখুন :